১৮৮১ খ্রিস্টাব্দে প্রবেশিকা , ১৮৮৬ খ্রিস্টাব্দে কলকাতা হতে M.A এবং ১৮৮৮ খ্রিস্টাব্দে ওই বিশ্ববিদ্যালয় হতে P.R.S হন । চাকরির আমন্ত্রণ বিভিন্ন স্থান থেকে আসলেও তা তিনি প্রত্যাখ্যান করেন । পিতা ও শ্বশুরের সম্পত্তির তদ্বির তদারক করতে থাকেন । তারপর কলকাতার রিপন কলেজের অধ্যাপক হন । শেষ পর্যন্ত তিনি ওই কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন ।
শিক্ষক হিসেবে তার সুনাম ছিল খুবই । বর্তমান সমাজকে কু - প্রথা ও কু - সংস্কার ( একদিকে দূর করতে তিনি যেমন আগ্রহী ছিলেন অপরদিকে বিজ্ঞানশিক্ষার প্রসারকেই কু - প্রথা ও কু - সংস্কার দূরীকরণের প্রধান উপায় বলে তিনি মনে করতেন । মানুষের মন থেকে কু - সংস্কার , কু - প্রথা ও গোঁড়ামি দূর করার ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষায় মানুষকে শিক্ষিত করে তােলাই যে প্রথম কাজ আজ থেকে বহু বছর পূর্বে এরূপ ধ্যান - ধারণার অংশীদার হওয়া যে কতটা অগ্রগামী ভাবনাচিন্তার পরিচয় সেকথা এযুগে আমাদের কল্পনা করতেও অস্বাভাবিক মনে হয় ।
মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষাকে তিনি অধিক গুরুত্ব দিতেন । বিজ্ঞানের প্রতিশব্দের প্রয়ােজনীতাও তিনি উপলব্ধি করেন । বিজ্ঞান , সাহিত্য , দর্শন — সব বিষয়ে তার মতাে পারদর্শী শিক্ষক খুব কম দেখা যায় । তার মতাে কল্যাণকামী । চিন্তাবিদ বাংলাদেশে খুব কমই জন্মগ্রহণ করেছেন । ১৯১৯ খ্রিস্টাব্দের ৬ জুন তিনি মৃত্যুমুখে পতিত হন ।

0 Comments