" What Bengal thinks today , India
thinks tomorrow " - এই উক্তিটি আমরা প্রায়ই উচ্চারণ করি । একথা বলেছিলেন মহামতি গােপালকৃষ্ণ গোখলে , যিনি ঊনবিংশ শতাব্দীর শেষভাগ হতে বিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত অর্থনীতি ও রাজনীতিতে ভারতের একজন সুপণ্ডিত ও চেতনাসম্পন্ন মানুষ বলে পরিচিত ছিলেন ।
১৮৬৬ খ্রিস্টাব্দের ১ মে মারাঠার কোহলাপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ইনি জন্মগ্রহণ করেন । Alfinstone College হতে B.A পাশ করেন। পুনার New India স্কুলে তিনি শিক্ষকতার কাজ গ্রহণ করেন । তিনিই এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন ।
গােবিন্দ রানাডে ও ফিরােজ শা মেটা তার উন্নতির মূলে , মাত্র ২১ বছর বয়সে ‘ সর্বজন সমিতি ’ পরিচালিত মুখপত্রের তিনি সম্পাদক হন । পুনার সপ্তাহিক ‘ সুধাকর ’ - এরও তিনি সম্পাদক ছিলেন । তিনি ৩০ বছর বয়সে Oyelbi Commission হয়ে সাক্ষ্য দিতে বিলেত যান । অর্থনীতিতে দক্ষতা দেখে তাকে এই দায়িত্ব দেওয়া হয় । ভারতের আয় - ব্যয় সম্পর্কে আলােচনার জন্যই ইংলন্ডে জাতীয় মহাসভা এই কমিশন নিযুক্ত করেন । কমিশনের সম্মুখে সাক্ষ্যদানকালে তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়ে দেশ - বিদেশে খ্যাতি অর্জন করেন । তিনি বােম্বাই ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন । ১৯০৫ খ্রিস্টাব্দে বারাণসীতে কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন ।
তিনি ১৯০৫ খ্রিস্টাব্দে ভারতের প্রতিনিধি হয়ে আবার বিলেত যান এবং সেখানে ভারতের দুঃখ - দুর্দশার কথা বক্তৃতায় প্রকাশ করেন । বঙ্গভঙ্গকে তিনি মেনে নেননি । বাঙালির প্রতি তাঁর ছিল বিরাট আকর্ষণ । কংগ্রেসের একজন উদারনৈতিক নেতা হিসাবে গােখলে ভারতীয় নবজাগরণের পথপ্রদর্শক ছিলেন । তার বাগ্মিতা ও পাণ্ডিত্যে লর্ড কার্জনও বার বার মুগ্ধ হয়েছেন ।
সাম্প্রদায়িকতার তিনি ঘােরতর বিরােধী ছিলেন । স্ত্রী - শিক্ষায় তাঁর আগ্রহ ছিল । বাল্যবিবাহের তিনি বিপক্ষে ছিলেন । তাঁর বাঙালিপ্রীতি ছিল গভীর । ১৯১৫ খ্রিস্টাব্দে ১৯ ফেব্রুয়ারি ভারতের এই বিখ্যাত জননেতা ও সমাজদরদি মৃত্যুমুখে পতিত হন ।
মহামতি গােখলের নামে কিছু স্কুল আর তার জন্মদিনে সামান্য স্মৃতিচারণ করে আমরা আজকের প্রজন্মের ভারতীয়রা দায়িত্ব পালন করে পরম তৃপ্তি পাই । কিন্তু ভাবা যায় , সেযুগে তিনি যে আধুনিকতম চিন্তাধারায় সমৃদ্ধ ছিলেন । আজ সেই চিন্তাধারা এদেশে প্রত্যন্ত গ্রামে প্রচলিত আছে । আজও উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামে তিন মাস বয়সী মেয়েকে বিবাহ দেওয়া হয় । আজও বহু পরিবারে স্ত্রীশিক্ষা নামক অতি গুরুত্বপূর্ণ বিষয় অবহেলিত । মনে হয় , এই মহান সমাজ সংস্কারককে যােগ্য শ্রদ্ধা জানাতে এসব বিষয়ে প্রগতিশীল মানুষেরা সকলেই এগিয়ে আসবেন ।

0 Comments