নাম না উল্লিখিত করে বলি এক বন্ধু বলে উঠল যে এত পড়াশোনা করে ,এত খাটা খাটি, এত চাকরি দরখাস্ত করে , চাকরির পরীক্ষা প্রস্তুতি নিয়েও আজ পর্যন্ত চাকরি জোটাতে পারলাম না । আর এখন চাকরি বলতে সরকারী ছাড়া চলে না ।
বেসরকারি বা কোম্পানীর কাজ মানে দিন মজুর এর কাজের মত আর কি ।।বাড়ি তে বার বার মা বাবা বলেই চলছে যে " আর তোর খরচ চালাতে পারবো না। তুই এবার নিজের টা দেখ।"। আর মা বাবার ও বয়স হচ্ছে আর তাদের কে কত মিথ্যা আশা দিয়ে রাখা যায় যে 'এবারে চাকরি টা পেয়ে যাব'। আর একটা এখন সমাজের বড় বিষয় যা হল গ্র্যাজুয়েশন বা অন্য কোনো ডিগ্রি হাতে ( সাধারণ শ্রেণী /General caste ) নিয়ে শ্রমিক এর কাজ ( labour ) বা মাঠে চাষের কাজে করতে বা কাজে যেতে লজ্জা লাগে। এই ডিগ্রি এর ছাপ মুখে নিয়ে মুনিশ বা কামিন এর কাজ কি আর করা যায়। এদিকে সংসার চাপ ধীরে ধীরে করে প্রচুর বেড়ে গেছে।
কারো বাবা জমি বন্দক দিয়ে বিক্রি করে , কারো ব্যাঙ্ক থেকে খুব চড়া হারে সুদ দিয়ে লোন নিয়েছে , আবার কারো মায়ের সখের পুঞ্জী যে কটা গহনা বিক্রি করে ছেলে কে পড়িয়ে , উচ্চ শিক্ষিত করেছে এই আশায় যে ছেলে চাকরি পেলে গহনা, জমি বন্দক থেকে ছাড়াবে, লোন শোধ করে দেবে । আর আমি ( নাম না উল্লিখিত ছেলেটা ) বা আমরা সবাই বেকার ( কাজ/চাকরি বিহীন ব্যক্তি ) ।
তখন পাশ থেকে আরেকজন বলে উঠলো " হমম রে সৎ পথে এতো চেষ্টা করলাম চাকরি জন্য কিন্তু হল না । এত ফ্রম ফিলাপ , পরীক্ষা দিলাম কিন্তু কোনো টার রেজাল্ট ( ফলাফল) বেরোলোনা আবার কোনোটার রেজাল্ট যদিও বেরোলো সেটা অস্বচ্চ নিয়োগ রেজাল্ট (মানে ওই ঘুষ দিয়ে বা পা চেটে )। আমাদের তো আর ঘুষ দেওয়ার ক্ষমতা নেই। ঘুষ এর অঙ্ক যার বেশি তারই অগ্রাধিকার তত বেশি। "এত টাকা পয়সা ও নেই যে চাকরি টা কে কিনে নেব । আর কিনে নিয়ে কি করবি কেস কাচারি ফলে চাকরি তো হবে না শুধু শুধু এত গুলা টাকা ফাঁসাবি। '
এই ঘটনাটি এখন সব যুবক যুবতীর সাথে ঘটে চলেছে। তাই মানুষ অসৎ হয়ে যাচ্ছে মনুষ্যত্ব হারাচ্ছে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছে । বেকার দের নিয়ে ভাবা টা আগে দরকার। ভোট এর লোভ আর টাকার লোভ ছাড়ুন। এখন বেকারত্ব এর সংখ্যা এতোই বেশি যে চাইলেই এর যে কোনো পার্টি / দলের সরকার কে ধসিয়ে দিতে পারে ।

0 Comments