দিন আসে দিন চলে যাই , দিন কে আমরা থামাতে পারবো না । তেমনি জীবনে কত মানুষ আসবে আবার চলে যাবে তাদেরকেই কি আমরা থামাতে পারবো ? পারবো না। আমার জীবনের বাস্তব চিত্র টি তুলে ধরলাম --
১২.০৩.২০২১ রাত ৮ টার সময় জানতে পারলাম যে আমার head sir এর wife কমবয়সে মারা গেলেন ২৬ বৎসর বয়সে। তাদের ২ টো পুত্র সন্তান আছে , ১ টা ৪ বৎসরের এবং আরেকটা ৫ দিনের। ম্যাডামের সিজার হয়েছিল তারপর ৫ দিন পরে মারা গেলেন। আজ ২৮.০৩.২০২১ তে যখন স্যার কে ফোন করলাম ,আমি বললাম আমাদের স্কুল থেকে জামশেদ দা এর ট্রান্সফার এর অর্ডার বার হলো. কিছুদিন আগে পান্ডা স্যার এবং লাক্সমি স্যার ট্রান্সফার হয়েছেন , ৫ জন ছিলাম আর ১ মাসের মধ্যে ৩ জনের ট্রান্সফার এখন স্কুল তে শুধু আমি এবং স্যার। জামশিদ দা এর ট্রান্সফার টাই দুঃখ প্রকাশ পেয়েছিলাম। তাই স্যার কে ফোন করে বললাম স্যার বললেন "life তো এহি হে ইয়ার , লোক আয়েঙ্গে ওর চলেজায়েঙ্গে , কিসিকো হামলোক রুকা নেহি শাক্তে "তবু স্যার এর মধ্যে একটা অসাধারণ প্রতিক্রিয়া দেখতে পেলাম। প্রত্যেক মানুষের জীবনে একটা না একটা অসুবিধা, দুঃখ আছেই তাকে পরিক্রমন করে এগিয়ে যাওয়ার নাম জীবন। দৈনদ্দিন জীবনে সেই মানুষগুলোকে নিয়ে ভাবুন যারা অনাথ আশ্রম তে বোরো হয়েছে , তারা তো মা বাবা এর ভালোবাসা পাই এ না। জীবনে এমন শত শত উদহারণ পাবেন যেটা শুনার পর আপনার মন একটু যেন দুঃখতোর হবে। বাবা মা সবার নাই, তোমার আছে তোমাকে পড়াশুনার সুযোগ করে দিয়েছে এবং তোমার জন্য প্রত্যেকদিন আমরণ কাজ করে শুধু তোমার future এর জন্য। তাই টাইম waste না করে নিজের কাজ চালিয়ে যায়।
0 Comments