আনন্দমােহন বসু এর জীবনী (Biography of Andamohan Bose)


আনন্দমােহন বসু ছিলেন একজন প্রখ্যাত ব্যারিস্টার , রাজনৈতিক নেতা এবং সমাজ সংস্কারক । অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার জয়সিদ্ধি গ্রামে ১৮৪৭ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর আনন্দমােহন বসু জন্মগ্রহণ করেন । পিতার নাম পদ্মলােচন বসু এবং মাতা উমাকিশােরী দেবী । স্যার জগদীশচন্দ্র বসুর সহােদরা স্বর্ণপ্রভা আনন্দমােহনের স্ত্রী ছিলেন ।





ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৮৬২ খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় আনন্দমােহন বসু প্রথম স্থান লাভ করেন । পরে কলকাতায় এসে তিনি F.A, B.A. এবং M.A পরীক্ষা দেন এবং সব পরীক্ষাতেই শীর্ষস্থান দখল করেন । তারপর ‘ প্রেমচাঁদ রায়চাঁদ ’ পরীক্ষা দিয়ে দশ হাজার টাকা বৃত্তি লাভ করে আনন্দমােহন বসু ইংল্যান্ডে যান ।





বিলাত যাওয়ার আগে ১৮৬৯ খ্রিস্টাব্দে ইনি সস্ত্রীক কেশবচন্দ্র সেনের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন । ১৮৭০ খ্রিস্টাব্দে তিনি University of Cambridge থেকে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম গণিতে রেঙ্গলার ’ ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতায় এসে হাইকোর্টে যােগদান করেন ।





আনন্দমােহন বসু এই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক সংস্কার সাধন করেন ।





১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় , শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহায়তায় ইনি Indian Association ’ বা ‘ ভারতসভা স্থাপন করেন । আনন্দমােহন বসু তার প্রথম সম্পাদক ছিলেন । ১৮৭৬-৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি ওই প্রতিষ্ঠানের সম্পাদক এবং ১৮৯৬-১৯০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সভাপতি ছিলেন । ১৮৮৬ খ্রিস্টাব্দে ইনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য মনােনীত হন ।





আনন্দমােহন বসু কলকাতায় ‘ সিটি স্কুল স্থাপন করেন ১৮৮০ খ্রিস্টাব্দে । পরে এটি কলেজ হিসেবে প্রতিষ্ঠা পায় । ইনি সাধারণ ব্রাহ্মসমাজের অন্যতম । প্রতিষ্ঠাতা ছিলেন ( ১৫ মে ১৮৭৮ খ্রিস্টাব্দে ) ।





১৮৮২ খ্রিস্টাব্দে ইনি শিক্ষা কমিশনের সদস্য হন । ১৮৯৮ খ্রিস্টাব্দে মাদ্রাজে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে ইনি সভাপতিত্ব করেন । রাখিবন্ধন এবং বঙ্গচ্ছেদ ঘােষণার দিন ( ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর ) ইনি কলকাতার ‘ ফেডারেশন হলে’র ভিত্তি স্থাপন করেন । সেদিন তারই নাম স্বাক্ষরিত প্রতিজ্ঞা বাক্য রবীন্দ্রনাথ ঠাকুর সভায় পাঠ করেন ।



Post a Comment

0 Comments