ড . সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনী (Biography of Sarvepalli Radhakrishnan)



ড . সর্বপল্লী রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর মাদ্রাজে তিরুতানি নামক শহরে ১৮৮৮ খ্রিস্টাব্দের ৫ সেপ্টেম্বর এক নিম্ন মধ্যবিত্ত তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । ইনার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পরিচালিত করা হয়। এই পরিবারের মধ্যে অর্থনৈতিক স্বচ্ছলতা ছিল না । তিরুতানি শহরেই তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়েছিল । ১৯০০ খ্রিস্টাব্দে তিনি এলেন বেলােন কলেজে । চার বছর সেখানে পড়াশােনা করলেন । ১৯০৪-১৯০৮ খ্রিস্টাব্দ পর্যন্ত রাধাকৃষ্ণণ ছিলেন Madras Christian College এর এক কৃতি ছাত্র হিসেবে । রাধাকৃষ্ণণ Madras Christian College থেকে বি.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন । তাঁকে ড . স্যামুয়েল স্বর্ণপদকে ভূষিত করা হয় ।





মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে এম . এ . পরীক্ষাতে একটি মৌলিক প্রবন্ধ রচনা করতে হত । রাধাকৃষ্ণণ ওই সুযােগের সদ্ব্যবহার করলেন । তিনি এথিকস্ অব দ্য বেদান্ত ’ অথবা ‘ বেদান্তের নীতিধর্ম ’ নামে একটি অসাধারণ মৌলিক প্রবন্ধ রচনা করলেন এবং বিশ্ববিদ্যালয়ে এই প্রবন্ধটি জমা দিলেন । তখন তার বয়স মাত্র কুড়ি বছর । ১৯১১ খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণণ লরিয়েট ইন টিচিং ’ উপাধি লাভ করেন । ১৯১৯ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে অধ্যাপকরূপে শিক্ষক বৃত্তি গ্রহণ করেছিলেন ।





রাধাকৃষ্ণণ পৃথিবীর বিভিন্ন দেশে ভাষণ দিয়ে বহু কৃতিত্ব অর্জন করেছেন । ১৯৫৫ খ্রিস্টাব্দে তার ‘ রিকভারি অব ফেথ ’ গ্রন্থটি প্রকাশিত হয় । ১৯৫৬ খ্রিস্টাব্দে ইস্ট অ্যান্ড ওয়েস্ট ’ বের হয়। ১৯৬২ খ্রিস্টাব্দে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন । ১৯৬৭ সালের ৯ মে রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণ করলেন । ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল তার মহাপ্রয়াণ ঘটে ।









Post a Comment

0 Comments