উদাহরণ স্বরূপ বলতে পারেন - একজন ছাত্র জন্মো নিয়েছে এক ছোট দরিদ্র পরিবারে। তার জেদ একজন IAS OFFICER হবার। যতোই দারিদ্র হোক না কেন সে IAS OFFFICER হবেই। সেটাই তার জেদ এবং মনের মধ্যে তৈরি করে নিয়েছে আমি IAS OFFICER হবই যতই কষ্ট হোক না কেন। সে ভেবেনিয়েছে যে আমি দিনে দিনমজুর এর কাজ করবো রাত্রি তে পড়াশুনা করবো। অনেক পড়বো এবং IAS OFFICER হবো। এটাই হলো তার CONFIDENCE বা আত্ববিস্বাস।
আত্ববিস্বাস কি সে সম্পর্কে আপনাদের মতামত চাই এবং আপনারও এইভাবে আত্ববিস্বাস রাখবেন।নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

0 Comments