ভদ্রলােক কান পাতলেন । কে যেন বলছে— “ আর একটু সবুর করাে । ভাত বসিয়েছি । দই খেতে দেব ।
” ভদ্রলােক কথাগুলি শুনে চুপ করে দাঁড়িয়ে থাকেন । আবার শিশুগুলি চিৎকার করে কাঁদতে থাকে । বুড়িও তাদের একই কথা বলে সান্ত্বনা দেয় । ভদ্রলােক ভাবেন , একটা কিছু ব্যাপার আছে । তিনি কুটিরে গিয়ে উপস্থিত হন । তিনি দেখলেন , চারটি ছেলেমেয়ে এক বুড়িকে ঘিরে কঁদছে । একটা উনুনে হাঁড়ি চাপিয়ে বুড়ি গালে হাত দিয়ে বসে আছে ।
ভদ্রলােক বুড়িকে জিজ্ঞেস করেন— “ ব্যাপার কি ? এত রাত্রিতে আবার কিসের ভাত - রান্না ! ছেলেমেয়েগুলি কঁদছে কেন ?
” বুড়ি কান্নায় ভেঙে পড়ে । ভদ্রলােকের পায়ের তলায় পড়ে কাঁদতে কাঁদতে বলে— “ ছেলেমেয়েগুলােকে আজকে কিছুই খেতে দিতে পারিনি । ক্ষুধার জ্বালায় ওরা কাঁদছে । একটা হাঁড়ি উনুনে চাপিয়ে রেখেছি , কিন্তু ওতে চাল নেই । ভাত খেতে দেব বলে ওদের সান্ত্বনা দিচ্ছি । কাঁদতে কাঁদতে ওরা ঘুমিয়ে পড়লেই আমি বাঁচি ।
” বুড়ির কথা শুনে ভদ্রলােকের চোখ দিয়ে জল গড়িয়ে এল । তিনি তৎক্ষণাৎ বাড়ি ছুটে এসে অনেক খাবারদাবার নিয়ে বুড়ির কুটিরে ফিরে গেলেন । ছেলেমেয়েগুলি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল । ভদ্রলােক ছেলেমেয়েগুলির ভরণপােষণের ভারও গ্রহণ করলেন । এমনি দয়ালু তিনি । এই সদয় - হৃদয় মহান
ব্যক্তিটি কে , জানাে ? ইনিই আমাদের পরম শ্রদ্ধেয় দানের রাজা , দয়ার রাজা । হাজি মহম্মদ মহসীন ।
ভদ্রলােক শয়ন করেন সাধারণ বিছানায় । বিলাস ব্যাসনের প্রতি মােটেই । আসক্তি নেই তার । একদিন রাতে তিনি ঘুমিয়ে আছেন । তখন গভীর রাত । হঠাৎ একটা কিসের শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় । সঙ্গে সঙ্গেই ঘরের আলাে জ্বেলে তিনি দেখতে পেলেন , একটা চোর তার সিন্দুক থেকে টাকা চুরি করছে । চোরটাকে তিনি হাতে - নাতে ধরেই ফেললেন । চোর ভয়ে বিমূঢ় হয়ে কাঁদতে লাগল ।
তিনি চোরকে জিজ্ঞেস করলেন “ তুমি চুরি করাে কেন ? সৎভাবে জীবনযাপন করতে পারাে না ?
ভদ্রলােকের মন দয়ায় বিগলিত হয়ে যায় । তিনি চোরকে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখেন — চোরের ছেলে , মেয়ে , বউ না খেয়ে আছে । চোর তাঁর কাছে যে বিবরণ দিয়েছিল , তা সবই ঠিক । তখন তিনি চোরকে কিছু টাকা দিয়ে । বললেন— “ নাও , এই টাকা নিয়ে ব্যবসা করে সংসার চালাও । আর কোনােদিন চুরি করাে না । টাকার প্রয়ােজন হলে আমার কাছে যেয়াে ।
” চোর ভদ্রলােকের পায়ের তলায় লুটিয়ে পড়লেন । তার কল্যাণকর স্পর্শে । চোরের জীবনে নতুন আশা - আকাঙ্ক্ষা উদ্বেলিত হয়ে উঠল ।

0 Comments