শিক্ষারম্ভ সাতরায় । ১৯০৮ ও ১৯১২ খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন ও স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন ও বৃত্তি লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের সুযােগ পান । অর্থনীতিতে M.A এবং পরে Ph.d ডিগ্রি লাভ করেন । ১৯১৮-১৯২০ খ্রিস্টাব্দে তিনি বােম্বাই - এর সাইডেনহাম কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিকস অর্থনীতির অধ্যাপক ছিলেন ।
লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে ১৯২১ খ্রিস্টাব্দে M.Sc. পরীক্ষায় উত্তীর্ণ হন ও ১৯২৩ খ্রিস্টাব্দে ডি.এস.সি. ডিগ্রি লাভ করেন । একই সময়ে গেজ ইন থেকে ব্যারিস্টার হন । রামজী আম্বেদকর ১৯২৪ খ্রিস্টাব্দে বােম্বাই হাইকোর্টে আইন ব্যবসায় নিযুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করেন ।
শৈশব , কৈশােরে বর্ণহিন্দুদের বিচারে অচ্ছুৎদের ওপর নানা নিপীড়ন হত । তিনি মূকনায়ক ’ নামে একটি মারাঠি ‘ পাক্ষিক ’ বার করেন । ১৯১৯ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সাউথবরাে সংসার ( ভােটাধিকার ) কমিটিতে সাক্ষ্যদানকালে ভারতের অনুন্নত শ্রেণির মানুষের জন্য রাজনৈতিক অধিকার দাবি করেন। তিনি অস্পৃশ্যদের নৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন । একই উদ্দেশ্যে তিনি বহিস্কৃত ভারত ’ নামে এক মারাঠি ‘ পাক্ষিক এবং ‘ জনতা’নামে এক সাপ্তাহিক , ‘ ভারত ’ নামে এক পত্রিকা প্রকাশ শুরু করেন।
বর্ণহিন্দু ও অস্পৃশ্যদের মধ্যে সামাজিক অসাম্য দূর করতে প্রতিষ্ঠা করেন সমাজ সমতা সঙ্গ ’ , এই সঙ্গের মুখপত্রের নাম ছিল সমতা ’ ( মার্চ ১৯২৯ ) । কোলাবা জেলার মহাদেপবদার তালেন ’ নামে এক সর্বসাধারণের পুকুর থেকে অস্পৃশ্যদের জল নেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে ১৯২৭ খ্রিস্টাব্দের ডিসেম্বরে এক সত্যাগ্রহে নেতৃত্ব দেন । বর্ণহিন্দুরা পুকুরটি ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করে । হাইকোর্টের রায় তাঁর পক্ষে যায় । এছাড়াও নাসিকের প্রসিদ্ধ কালারাম মন্দিরে অস্পৃশ্যদের প্রবেশের অধিকার অর্জন করান ।
১৯২৬ খ্রিস্টাব্দে তিনি বােম্বাই আইন পরিষদের এবং ১৯২৮ খ্রিস্টাব্দে সাইমন কমিশনের সাহায্যার্থে গঠিত প্রাদেশিক পরিষদের সদস্য মনােনীত হন । তিনি বােম্বাই - এর সরকারি আইন কলেজের অধ্যাপক ও কিছুদিন পর অধ্যক্ষ নিযুক্ত হন । ১৯৩০-৩৩ খ্রিস্টাব্দে তিনি গােলটেবিল বৈঠকে অনুন্নত শ্রেণির প্রতিনিধিত্ব করেন এবং অস্পৃশ্যদের জন্য আইনসভায় পৃথক আসন নির্বাচকমণ্ডলী দাবি করেন । ১৭ আগস্ট ১৯৩২ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘােষিত হয় । গান্ধিজি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন।
এর পর ১৯৩৫ খ্রিস্টাব্দে ১৩ অক্টোবর তিনি ঘােষণা করেন অস্পৃশ্যরা হিন্দুধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে । কারণ হিন্দু সমাজে কখনােই তারা সমানাধিকার পাবে না । প্রথমে তিনি শিখধর্মের দিকে আকৃষ্ট হলেও শিখদের সঙ্গে তার সম্পর্ক টেকেনি । ১৪ অক্টোবর ১৯৫৬ খ্রিস্টাব্দে তিনি নাগপুরে লক্ষ লক্ষ অনুগামীসহ বৌদ্ধধর্ম গ্রহণ করেন । ১৯৪২-৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি বড়লাটের শাসন পরিষদের লেবার মেম্বার ছিলেন । ১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভায় ইনি আইন মন্ত্রী নিযুক্ত হন । স্বাধীন ভারতবর্ষের শাসনতন্ত্র রচনা এঁর অন্যতম প্রধান কীর্তি । হিন্দু কোড বিলের খসড়াও তিনি প্রণয়ন করেন । ১৯৫১ খ্রিস্টাব্দে আবার রাজ্যসভার জন্য নির্বাচিত হন ।
আম্বেদকর ১৯৫৫ খ্রিস্টাব্দে ভারতে বৌদ্ধধর্ম প্রচার কল্পে প্রতিষ্ঠা করেন ভারতীয় বৌদ্ধ মহাসভা । তার রচিত গ্রন্থের সংখ্যা অনেক ।

0 Comments