উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এর জীবনী (Biography of Upendranath Brahmachari)


এখন আমাদের দেশে ম্যালেরিয়া ও কালাজ্বর অনেক কমে গেছে । একসময় এই দুটি রােগের প্রকোপে গ্রামবাংলা শ্মশানে পরিণত হয়েছিল । যাদের সামর্থ্য ছিল তারা শহরে পালাত । অবশিষ্টরা গ্রামে বাধ্য হয়ে থেকে মৃত্যুর দিন গুনত । আজকাল যে সমস্ত রােগ থেকে আমরা সহজেই আরােগ্য লাভ করতে পারি সে সময় সেই সমস্ত রােগগুলি দুরারােগ্য ব্যধি বলে পরিচিত ছিল । কালাজ্বর এ ধরনের একটি দুরারােগ্য মারাত্মক ব্যধি ।





১৯২২ খ্রিস্টাব্দে উপেন্দ্রনাথ কালাজ্বরের প্রতিষেধক ঔষধ ইউরিয়া স্টিমিন আবিষ্কার করে কালাজ্বরের বীভৎসতাকে পৃথিবী থেকে দূর করেন । তার আবিষ্কার তাকে একজন রসায়ন বিজ্ঞানীরূপে পৃথিবীতে পরিচিত করে তােলে । তার বিভিন্ন বিষয়ে গবেষণাপত্রের সংখ্যা ১৫০ - এর বেশি ।






ইনি ১৮৭৩ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর জামালপুরে জন্মগ্রহণ করেন । তার পিতা নীলমণি ব্রহ্মচারী বিখ্যাত চিকিৎসক ছিলেন । স্কুলের পাঠ শেষ করে উপেন্দ্রনাথ Hooghly Mohsin College থেকে B.A. পরীক্ষায় Honours সহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং স্বর্ণপদক লাভ করেন । তিনি ১৮৯৫ খ্রিস্টাব্দে রসায়নে M.Sc. , ১৮৯৮ খ্রিস্টাব্দে Medicine and Surgery তে M .B পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন । ১৯০২ খ্রিস্টাব্দে University of Calcutta থেকে M .D . হন । তারপর ১৯০৪ খ্রিস্টাব্দে physiology তে সম্মানসূচক PhD লাভ করেন । তার মতাে মেধাবী ছাত্র খুবই কম দেখা যায় ।





তিনি বহু সম্মানের অধিকারী হন । ১৯৩৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি প্রদান করেন । তিনি রয়েল সােসাইটি অফ মেডিসিন নামক সংস্থার সদস্য নির্বাচিত হন ।





তিনি টিচিং অফ কালাজ্বর নামক পুস্তক রচনা করেন । ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট ’ নামক ঔষধের কারখানা তিনি প্রতিষ্ঠা করেন । সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও তার অবদান ছিল । তিনি রেডক্রশ ও ভারতীয় মিউজিয়মের সঙ্গে যুক্ত ছিলেন । বহু জনহিতকর প্রতিষ্ঠানে তিনি অর্থ সাহায্য করেন । তিনি ১৯৪৬ খ্রিস্টাব্দের ৬ ফেব্রুয়ারি মৃত্যুমুখে পতিত হন ।



Post a Comment

0 Comments